সময়; তুমি গড়িয়ে গেলে ডাকলে না তো সময় করে –
কেমন করে সাথে ছিলে আমার সেই দুপুরে, সেই ভোরে,
গড়িয়ে এখন প্রায় সন্ধ্যা কালে-
সবই ঢাকা সময়ের অন্তরালে।
শিউলি কুড়ানোর বেলায় নামটি কি তার !
আছে কি মনে সেই যে কিশোর বেলার !
হয় নি তো দেখা আর বেড়েছে কি তার বয়স একটুও বেশি
আজও কি তার ছোট্ট বেণী দুলে বেড়ায় গভীরর বনের কালো কেশী!
আগের মত দলবল নিয়ে, ঘর উঠান কি বেড়ায় দাপিয়ে
নিজেকে রিং লিডার বানিযে, পুতুল বিয়ের আয়োজন সাজিয়ে!
এমনটা হলে তারও হয় তো সময়টা ছিল বেশ;
সংসার মায়া যাত্রা সব থেকে নিঃশেষ।
থেকে যেত সেও সেই দিনের কিশোরী বালিকা,
হতো না সাজানো কোন ঘরে গোলাপ কিম্বা মল্লিকা।
সময় জানে কোথায় আছে সেই দিনের সেই শিউলি কুড়ানো !
হঠাৎ চোখে চোখ পড়ায় কিঞ্চিত হাসিতে তরিৎ মুখ ফেরানো।
সময় তুমি তার সেই সময়কে করে রাখিও স্থির-
উৎসুক চোখ দুটি সেখানেই বাঁধুক তার কিশোরী বালিকা সময় নীড়।
আমার তো যা, হারানোর তা, হারিয়েছে সকাল গড়ানো দুপুরের আগেই
সেই কিঞ্চিত হাসিতে, ঝলমল আলো রাশিতে, সেই কিশোরী, যে আজ স্মৃতিতেও নেই।।
তারিখ: সেপ্টেম্বর ২৯, ২০১৮ (স)
রেটিং করুনঃ ,