যদি দূরে যাই, শান্তি কি পাই, বাড়ে বরং কষ্টের দিন,
তবুও যাই দূরে, কোন অজানাপুরে, যদি মিঠে সব ঋণ।
কোন খেয়ালের ছলে, কোন মায়াবী কৌশলে, এসেছিলে মনে
দূরে যাওয়ার তাড়া, স্বপ্ন হলো হারা, কি ছিল সেই তপোবনে !
একদিন একলা একা, হয়েছিল তপোবনে দেখা, তারপর অন্তর রচনা,
কোথা থেকে কোন বাসনা ! এঁকেছিল আলপনা! গড়েছিল হৃদয়ের কণা!
নিতে নিতে ঋণ, সবে যে হবে বৃষ্টিবিহীন, শেষ রাতের একটি তারা,
আমি একাকী, যে কটাদিন আছে বাকি, তোমার মাঝে নিঃশেষ সারা।
যদি কিছু সত্য হয়, সেটাই হবে পরিচয়, যদি কারণে সবই মুছে যায়!
প্রিয়জন জীবনে আসে, অন্তর অতি ভালোবাসে, তারপরও সকলি হারায়।।
যা অতি প্রিয়, তাকে অন্তরে একান্তে নিও, হয়তো জানিবে না কেউ!
হৃদয় মন্থনে যা, দ্রুত হারায়ে যায় তা, যেন সবই সমুদ্র ঢেউ।
যতোটুকু করেছি ঋণ, যদি তা মূল্য বিহিন, রাখিও না তবে দাবি,
এইটুকু থাক অন্তরে,সৌরভে গৌরভে ভরে, যে চোখ উদাস মায়াবী।।
তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,