সবই ফুরায়ে যাক
আমার লেখার ধারা যেও না তুমি ফুরিয়ে।
অর্থ সম্পদ, যশ সুনাম, চোখ থেকে সবুজ অরণ্যও
নদী সমুদ্রের পানিও !
প্রিয় তালিকায় যারা, ফুরায়ে যাক।
এমন কি প্রিয়তমা শব্দটির সৌরভও কি ফুরিয়ে যায় না !!
লেখার ধারা যদি পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার মত অবিরাম
তবে আমার লেখা দিয়ে –
বিবর্ণ হয়ে যাওয়া সবুজ অরণ্য আরও সবুজ হবে।
গাঢ় ঘনো সবুজ, আরও হালকা সবুজ।
শুকিয়ে যাওয়া নদী সমুদ্রের ঢেউ এ বাঁধানো পানি আর পানি।
প্রিয়তমা ছড়াবে আরও সৌরভ !
আকর্ষণের আরও যত কলকাঠিতে ভরপুর
আমার লেখা চলবে সকাল রাত্রী বিকাল দুপুর।।
আমার লেখার ধারা যেও না তুমি ফুরিয়ে।
অথবা আমাকে দিও তপ্ত ধোঁয়ায় পুড়িয়ে।।
তারিখঃ সেপ্টম্বর ২৩, ২০১৮
রেটিং করুনঃ ,