আজ আবারও দেখলাম সেই রূপে, সাজে;
বেশ চওড়া লাল সবুজ পাড়ের শাড়িতে,
বয়সে একটি ওজন বেড়েছে,
উদাস বাতাসে যে চুল এলোমেলো হয়ে
আঁকে গভীর অরণ্যের ছবি তেমনটাই;
তবে সেই চেনা চোখ!
অনন্ত কালের গভীরতা, শান্ত,
যাদুর কাঠির ছোঁয়ায় দোলায় মন।
এমন রূপে তোমাকে দেখে কখনও খুব বিক্ষিপ্ত হই,
আবার কখনও শান্ত হয়ে জেলখানায় বসে থাকা কয়েদীর মত।
নিজেকেও দেখতে পাই একটি সবুজ মাঠের মধ্য দিয়ে
শান্ত গতি নিয়ে আমি বয়ে চলেছি সেই আঁকা বাঁকা নদী।
তোমাকে মাঝে মাঝে দেখা আর
আমার আঁকা বাঁকা নদী হয়ে বয়ে চলা
এর মধ্যে কোন পার্থক্য দেখি না।
পার্থক্য দেখার কথাও নয়
তুমি স্বাধীন হয়েছো আর-
আমি আছি সেই আঁকা বাঁকা নদীতে পানি হয়ে।
যত অনুভূতি যত স্মৃতি-ভূতি সবই নদীতে পানি আজ।
আবারও লাল শাড়িতে সবুজ পাড়ের,
কপালে লাল টিপ, হাতে লাল সবুজের কাঁচের চুড়ি,
পায়ে লাল আলতা দিয়ে
সেই আঁকা বাঁকা নদীর পাড়ে
এসে ক্ষাণিক ক্ষণ বসে পানিতে পা ডুবিয়ে রেখ।।
তারিখঃ সেপ্টম্বর ২১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,