বেশ স্বাভাবিক; পানি ঠান্ডা হয়ে একটি পর্যায়ে গেলে হয় বরফ
সেই জমাট বাঁধা বরফ দেখি অনেক দূরে !
বা দূর থেকে দেখি জমাট বাঁধা বরফ !
মনে, হৃদয়ে কখনও কখনও বরফ জমাট বাঁধে-
কারণেই !
তবুও স্বভাবিক মনে হয় না, তীব্র শীতের কষ্ট হানে মনে
জমাট বাঁধা বরফের তীব্র কষ্টের তীর বিঁধে থাকে মনে
যা আর ছুটে না, মক্তও হয় না।
সমুদ্রে, হ্রদে, নদীতে মাঠে বা রাস্তায় জমাট বাঁধা বরফ থাকে দূরে
কিন্তু হৃদয়ে জমাট বাঁধা বরফ সে তো নিজ রক্ত বিন্দুতে বিন্দুতে-
ষ্পর্শ করে প্রতি খন্ড সেকেন্ডে সেকেন্ডে।
নারী-
বেশ জানি তুমি ভালোবাসতে জানো, প্রেমের জন্ম দিতেও জানো।
প্রেমের জন্ম হলে, নারীর মনে দেহে উষ্ণতা বাড়ে
মনের দেহের উষ্ণতা বাড়াতে বাড়াতে-
তুমিই পারও আমার হৃদয়ে জমাট বাঁধা বরফ গলিয়ে দিতে
তীব্র কষ্টের তীর হৃদয় থেকে মুক্ত করে দিতে।
তুমিই পারও তীব্র কষ্ট থেকে মুক্তি দিতে-
তুমিই শুধু পারও মুক্তি দিতে।
তারিখঃ সেপ্টম্বর ১৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,