যদি লতাটির মত নিজের করিতে প্রকাশ –
সংকির্ণ মনও হতো বিশাল এক আকাশ।
সম মনের অভাবে বহু কথা থাকে অপ্রকাশিত-
নিঃশেষ দানটুকুও হয় না, হয় না হৃদয় নিবেদিত।
প্রকাশিত হোক যত কথা যা থাকে হৃদয় তলে
অনুরাগে ভালোবেসে, ছলে বা কৌশলে।।
একটি কথা শুধু থেকে যাক হৃদয় সিন্ধুকে-
যা রচিত, হিরকে খচিত বিন্দুকে বিন্দুকে।
জানিবে না কেহ নিভৃতে একান্তে যা একার –
সেই শুধু জানিবে আছে যার জানার অধিকার।।
( লতাগুলি বা তৃর্ণের জন্ম বা বেড়ে উঠা সেখানেই হোক আলোর কাছে, সূর্যের কাছে সে হয়েছে প্রকাশিত )
তারিখ: সেপ্টম্বর ১৫, ২০১৮
রেটিং করুনঃ ,