দেখেছি তোমার আজ গম্ভীর মুখ
করুণ দুখের মাঝে মিষ্টি মিষ্টি সুখ!
দুঃখ ধারণে মাধুরী উচ্ছলিয়া পড়ে
সৌন্দর্য রাশি দেহে সাজে থরে থরে।
তাই তো আজ আমার প্রসারিত অন্তর বুক
কেন ছিল অনুক্ষণ ছল জেগেছিল দেখার উৎসুক
সৌরভে সৌরভে মুখোরিত চারিদিক
তোমার চলাচলে দৃঢ়তা নির্ভিক।
তোমার গম্ভীরতা আড়ালে যে সুখ
আনন্দ উল্লাসে করে তা ধুকধুক।
গম্ভীরতা ভরায় মুখটুকু তোমার
দেখার দিও চির অবাধ অধিকার
পূরণে দিও শুধু এই ছোট আশাটুক
দেখেছি তোমার আজ গম্ভির মুখ।।
তারিখঃ সেপ্টম্বর ১৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,