প্রিয় পৃথিবীটা কত আপন ভালোবাসার কত ক্ষেত্র! নিমিষে কত মানুষের মনে আমরা গেঁথে থাকি প্রিয় শিউলি, বকুল ফুলের মালার মত ! সৌরভে, সৌন্দর্যে সরলতায় একাকার হয়ে কিন্তু হঠাৎ করে সেই প্রিয় পৃথিবী, সেই মানুষ হয়ে যায় আগন্তক, অচেনা, প্রকাশ পেতে থাকে তার ভিন্ন সব রূপ। যার বড় বৈশিষ্ট কুৎসিত, হিংস্র মানসিকতা।
কিছু কিছু মানুষ মানবতায়, উদারতায় বিকশিত হয়ে একটি মায়ার বন্ধনে সকল মানুষকে একটি মালায় গেঁথে ফেলে খুব সাবলিল ভাবে যেন এটি তাদের কর্মের মধ্যে পড়ে। আমাদের মন ও মননকে উন্নত, শান্ত রাখতে মানবতায়, উদারতায় বিকশিত হওয়া মানুষদের বড় প্রয়োজন, সেই সাথে বিদায় নেওয়া খুব প্রয়োজন যারা ক্রমশঃ এই সুন্দর পৃথিবীকে নানা ভাবে কুৎসিত করে চলেছে।
খুব ষ্পষ্ট করে বলার পয়োজন পড়ে না যে কুৎসিত, হিংস্র মানসিকতার পিছনে কাজ করে স্বার্থপরতা, লোভ আর এই সব বৈশিষ্ঠের মানুষের সংখ্যাই আজ বেশির দিকে, আবার মানবতায়, উদারতায় বিকশিত হওয়া মানুষের সংখ্যার সূচক খুব বড় রকমের নিন্ম মুখি।
তারিখ: সেপ্টম্বর ১২, ২০১৮
রেটিং করুনঃ ,