যদি কখনও তোমার হৃদয় খুলে দেখতে পারি
নিশ্চিত আমি দেখব বাসনার বৃক্ষ সারি সারি
যতনে যা ছিল অমূল্যে যা ছিল কঠিন অরক্ষিত
কঠিন সাধানায় যতটুকু অর্জন ছিল যতটুকু সঞ্চিত
নিশ্চিত আমি সবই গোপনে হয়েছে দান, শ্রেষ্ঠ সমর্পণে
শুদ্ধ প্রতিশ্রুতিতে, প্রতিজ্ঞায়, ত্যাগ আর পণে।
হয় তো জানিবে না, হয় তো মানিবে না জীবনের ধারায়
জীবন চলে যাবে সময় স্রোতে কে বা কখন হারায়।
কিছু মায়া কিছু স্মৃতি থেকে যাবে চিরদিন জেগে
ফুরাবে না কিছু চিরদিনের পরশ থেকে যাবে তীব্র বেগে।
যা দিয়েছি সব উজার করে জেনে যাবে একদিন
চাব না কিছু হৃদয় দিয়ে মিঠিয়ে দিব হৃদয়ের ঋণ
আকাশ ভরা যে বাসনা মনে থেকে যাবে সব স্থির
হারাবে না তুমি যদিও আজ শত মানুষের ভীড়।।
আছো তুমি অন্তর জুড়ে থেকে যাবে এইটুকু শেষ বাসনা।
স্মৃতিতে হোক, অন্তরে হোক, তুমি রক্তে হৃদয়ের কণা।।
তারিখ: সেপ্টস্বর ১০, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,