ক্যাটাগরীঃ কলিকালের বচন।
নামঃ প্রেমের পরীক্ষা।
টগবগ গরম পানিতে চল ঢেলে দেই আমাদের অনুভূতি
আবর্জনা ছড়িয়ে সিদ্ধ হয়ে যদি ছড়ায় আলোক দ্যুতি
বিশুদ্ধ ও পূণ্যে যদি নিজেদের দেখি তাতে কি এমন ক্ষতি !
না হয় নিজের চোখে অন্তরে দেখে নিব নিজের পরিণতি।
কি ! বলো নি ! ঝাপ দিবে রেলগাড়ির তলে, ষোল তলা ভবন থেকে
নিজের হাতে কেটে রক্ত দিয়ে মহা-সড়কে আমাদের ছবি যাবে এঁকে !!
অবশেষে কলিকালের প্রেমিক যুগল কোন পরীক্ষাই দিতে নয় রাজি
ঘর ছেড়ে বড় জোড় ছুটে যেতে পারে যেখানে আছেন কাজী।।
তারিখ: নভেম্বর ২৩, ২০১৮
রেটিং করুনঃ ,