তোমার সেই মন ভুলানো হাসির স্মৃতিটুকু শুধু চিরদিন মনে থাক
বাকি সব স্মৃতি যায় যদি মুছে তবে চিরতরে মুছে যাক।
শুধু সেইটুকু থাক গর্বে গৌরবে সন্মানে আমার অন্তর মনে
সৌরভ বাড়িয়ে সু-গন্ধি ছড়িয়ে ফুটে থাক হৃদয় প্রাঙ্গণে।
পূর্ণিমা নেমে এসেছিল যে মুখে যা দেখে হয়েছিলাম আবাক
তোমার সেই মন ভুলানো হাসির স্মৃতিটুকু শুধু চিরদিন মনে থাক।।
পাওয়ার আশায় বৃথা যদি তবে হৃদয় পুড়ে পুড়ে যাক
সবই হোক যত আছে তপ্ত দহন জ্বালা অঙ্গার খাক !
সেই কথাটুকু নিয়ে থাকো আমার হৃদয়ে প্রাঙ্গণে রাণী সেজে,
বাকি সব কথা যাক ধুয়ে মুছে, যাক যে সুর উঠতো প্রায় বেজে।
মিষ্টি পরী রূপ এসেছিল দেহে যা দেখে হয়েছিলাম স্রোতে ঘোরপাক
তোমার সেই মন ভুলানো হাসির স্মৃতিটুকু শুধু চিরদিন মনে থাক।।
যদিও সব ভুলে যাই তবুও তুমি সাজিয়ে থাকো হৃদয়ে জোনাক-
তোমার সুধামাখা কন্ঠ সুর বাজিয়ে যেও যেন শুনি সেই মধুর ডাক
কিছু অজানা কথা, কিছু কুট-কলঙ্ক রটা নাই বা হলো জানা-
বারে বারে হৃদয়ে এসো, হৃদয় দুয়ার সদাই খোলা নাই কোন মানা।
ঝর্ণা স্রোত, ফুল হয়ে, পূর্ণিমা রাত হয়ে, প্রেম দেবী রূপে যেন নির্বাক!
তোমার সেই মন ভুলানো হাসির স্মৃতিটুকু শুধু চিরদিন মনে থাক।।
তারিখঃ সেপ্টম্ববর ০৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,