যে বা তুমি হও পাওয়ার ইচ্ছায় কাতর
কবে থেকে যে হয়ে আছো বাসনার বর!
কিছু না জেনে, কিছু না বুঝে, কিছু না মেনে-
হৃদয় তোমাকে নিয়েছে অনেক গভীরে টেনে
সত্যি তুমি কি কারো অধিকারিনী! হৃদয়ের মনি!
কারো হৃদয় হরণ করে হৃদয়ে ঠাঁই নেওয়া আদোরনী !
কারো ঘর আলোকিত করে কারো কি ঘরে নামা পরী
আপন মনে অকাতরে বিলাও কি তোমার সৌন্দর্য মাধুরী !
সুখের পালক দিয়ে গড়েছো কি কারো ঘরে পালঙ্ক
আঙুলে গুনে গুনে মিলাও কি সুখের জটিল অংক !
তুমি হও কারো হৃদয়ে ঠিক তোমার হৃদয়ের মত
রাখো তারে নিভৃতে উদার ভালোবাসা দিয়ে যাও তাকে যত!
আমি পাওয়ার ইচ্ছায় যতই হই না কাতর !
না পাওয়ার যাতনায় যতই হই না কালো পাথর!
আমার নিভৃত হৃদয়ে তুমি গড়েছো যে রাজ মহল
সেখানেই তোমার ঠিকানা, সু-উচ্চে, গভীরে অতল।
বাসনার রানী, হৃদয়ের রানী, হৃদয় হরণকারিনী
প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার কাছে আমি ঋনী!
খিল খিল হাসিতে সৌন্দর্য রাশিতে হৃদয় যখন অপহরিত
অসাহাত্ব ছাড়া কিবা ছিল করার তাই তোমারি কাছে পরাজিত।
তুমি সুখি হও, সুখ দানশীলা, হৃদয় জয়ে জয়ি
আমি জেনে যাব সকল প্রেমে তুমি চির প্রেমময়ি।।
তারিখঃ সেপ্টেম্বর ০১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,