আলোকিত তুমি, প্রদ্বীপ শিখা আধাঁরে কি কখনও ঢাকা পড়বে তুমি !
যতই তোমাকে আধাঁর, কলঙ্ক দিয়ে ঢেকে রাখুক না কেন কেউ কেউ !
ফুল মুখ তুমি, চন্দন মুখ তুমি চাঁদ মুখ তুমি, প্রেমিকা হৃদয় তোমার
তীব্র আকর্ষনের তুমি পুরুষ হৃদয় ক্ষত বিক্ষত করার চাকু আছে তোমার !
তোমার সৌন্দর্যের মূল্য বুঝে নি যারা বরং তারাই কলঙ্ক দিয়ে বাতাসে গাঁথে মালা
হৃদেয়ে যে তোমার বিশাল উদারতা ! বুঝে নি তারা, বরং গড়েছে ঈর্ষার পাহাড়!
ঈর্ষার পাহাড় থেকে কলঙ্ক ছড়ায় বাতাসে হীনমন্যতা থেকেও, দৃষ্টি সংঙ্কির্ন হলেও।
কারও কারও অদ্ভুত এক ভোঁতা চাকুতে বুক ছিঁড়ে দিয়েছো বলে তারা নানান গুন্জন করে
মুখ রোচক গল্প বানিয়ে কলঙ্কের ছাপ লাগিয়ে নানান নাম দেয় তোমার !
তুমি চলো তোমার মত, আলোর মত, তীব্র আকর্ষনের মত, প্রেম সৌন্দর্যের দেবীর মত
সৌন্দর্য ধারার মত, উচ্ছ্বাস ঝর্ণা ধারার মত, শান্তু দীঘির ঢেউের মত, ঈগলের উড়ে চলার মত
পূর্ণিমা রাতের মত নরম আলো বিলিয়ে বিলিয়ে, কাঁচের চুরির কনকন আর ঝুমুর বাজিয়ে বাজিয়ে
জোনাকী পোকার মত রাতের বাঁশ বাগান, সবুজ মাঠ ঝিকিমিকি আলোতে সাজিযে সাজিয়ে!
খান খান হয়ে যাক কিছু পুরুষের হৃদয়, তোমার সৌন্দর্য খচিত দেহ সম্ভার বলে –
যারা তোমার দেহের ছোঁয়া পায় নি বলে তুমি কলঙ্কিত হবে ! আর যারা বা যে কলঙ্ক গড়ে !
তার বা তাদের কি কি নাম দেওয়া যায় ! নাকি পুরুষ রাজ্যে কলঙ্কের খেতাব দিতে মানা !
তারিখঃ আগষ্ট ৩১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,