তোমার হৃদয় ছোঁয়ায় কেউ আর জানবেন না কোনদিন
কখনও কি মনে কোন কষ্ট থরে থরে সাজানো ছিলো যেমন
দোকানীরা তাদের পসরা সাজায় !
কারও তা জানার প্রয়োজন নেই আর
সব অতীত এখন তোমার কোমল প্রসন্ন হৃদয়ে বর্তমান আমি।
আমার হৃদয়ে তোমার ছোঁয়ায় যে পরিপূর্ণতা এসেছে
সেখানে অতীত স্মৃতি কষ্ট দিয়ে কেনই বা আমি তাজমহল বানাতে চাবো !
তোমার পরশে হৃদয়ে আজ দামী পাথরে নক্সা ও সৌন্দর্যে তাজমহল গড়ে উঠেছে।
সবুজ বাগিচা, পাখিদের উড়ে চলা, অপরূপ সব দামী পাথরের ইমারত,
ঝর্না শত শত ফুল
এ সবই তোমারি দান।
তুমি আজ আমার হৃদয়ে বয়ে চলা যমুনা আর তার পাশেই
তুমি গড়ে উঠেছো সৌন্দর্যে রূপে তাজমহল হয়ে।
যদি তুমি হঠাৎ করে হৃদয় ছোঁয়া না দিতে তবে নিশ্চিত
আমি আমার অতীত স্মৃতি কষ্ট নিয়ে অসৌন্দর্যে কৃষ্ণ পাথরে একটি ইমারত হয়ে গড়ে উঠতাম।
ঠিক শিশুকে মুখে খাবার তুলে দেওয়ার মত করে, গোসল করিয়ে দেওয়ার মত আমারও
অতীত স্মৃতি কষ্টগুলি ধুয়ে মুছে দিলে তোমার যাদুর পরশে।
তখন থেকে আসলে আমি বন্দী হয়ে আছি তোমার চোখ জোড়ার মায়ায়
যেখানে অনেক কথা বলা বাকি
তোমার স্বর্ণ বর্ণ উজ্বল বাহুতে যেখানে অনেক ষ্পর্শ বাকি।
তোমার ঠোঁঠ জোড়ায় যেখানে অনেক বসানা বাকি
তোমার ঢেউ খেলা চুলে যেখানে সৌন্দর্য আদর খেলা করে
সেখানে অনেক হাত বুলানো বাকি
তোমার কোমল গালে, ছোট্ট তিলকে যেখানে আকষর্ণ খেলা করে
সেখানে অনেক অনেক ভালোবাসার অপেক্ষার প্রহর।
তাই সব বাকি চুকিয়ে দিতে তোমার হৃদয়ে যখন পেয়েছি আবাস
অতীত স্মৃতি কষ্টগুলি বিলিন হয়ে পৃথিবীর পরে নেমে এসেছে
তোমার গড়ে দেওয়া স্বর্গ সম এক আশ্রয়ের নিরাপদ মহল।
তারিখ: আগষ্ট ১৭, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,