হৃদয়ের ব্যকুল কথা আকুলতা নিয়ে মনে করেছিল বাস
সেই কথা প্রকাশ হয়ে হৃদয়ে আজ এসেছে মুক্ত আকাশ।
মনের গভীরে ছিল যত কথার ভীড় –
সব কথা প্রকাশে হলো সুখের একটি নীড়।
জমাট বাঁধা কথা সে যেন পাথরের রূপ
হৃদয় ক্ষয় করে নিজেকে পুড়ায়ে রাখে নিঃচুপ।
সেই পাথরের রূপে বহু যুগ থেকেছি নিজের হৃদয় পুড়িয়ে
নিজে শঙ্কিত থেকেছি যুগে যুগে নিভানো প্রদ্বীপ হাতে নিয়ে।
শুধু এক পলকের কথায় আজ হৃদয়ে হৃদয় এক ধারায় মিলায়ে
এসেছে সকল সুখ ধারা মনে যেন প্রিয় সব সম্পদ বিলায়ে।।
শত যুগের শ্রবাণের মেঘ থেকে অঝড়ে বারিধারা ঝরে ঝরে
হৃদয়ের জমাট বাঁধা কষ্ট কণা মিলিয়ে সুখ ধারায় হৃদয় ভরে।
তোমার কথার পরশে, কথার যাদু মায়াতে, হাসি রাশি কথার বিনিময়ে
আমি জগৎ চিনিছি, তোমাকে চিনেছি, তাই পেয়েছি ঠাঁই তোমার হৃদয়ে।
এতো আকুলতা হৃদয়ের ব্যকুলতা ছিল মনে কখনও কি বুঝো নি !
আনন্দ সুখের বাগান হৃদয়ে আজ তাই যে তুমি হৃদয়ের আদরিনী।
এক পলকের কথায় যে শত যুগের শ্রবাণ মেঘ হয় আকাশ হারা
তুমি হৃদয়ে রাণী, সকলের রাণী – মহাকাশে যত গ্রহ নক্ষত্র তারা।
তারিখঃ আগষ্ট ১৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,