তোমার রাজ সাজ সজ্জায় দেখি পরীর সাজ
দেহ বুনন সাজে শিল্পীর শত শত কারু-কাজ
তোমার সাজের মাঝে তাই যে চাই লুকাতে
কখনও খোলা চুলে কখনো তোমার শুভ্র দাঁতে।
কখনও ঠোঁঠের কোণে, মায়াবী চোখ জোড়ায়
নক্সা করা তোমার সাজ পোষাকের গোড়ায় গোড়ায়।
লুকাতে চাই স্বর্ণ বর্ণের তোমার হাতের সোনালী ঘড়িতে
সে সাজে তুমি নেমে আসো আলোকিত পরীতে।
পাথরে বাঁধানো আংটিতে লুকাতে চাই তোমার সরল রেখার আঙ্গুলে
হীরক খচিত নাক ফুলে, তোমার নরম কানে রঙিন ঝুমকা দুলে।।
তোমার তুলতুল তালুতে নক্সা করা রঙির পাদুকায়,
লুকাতে চাই নক্সা করা তোমার নরম হাতের মেহেদী নক্সায়।
যেখানে লুকাতে চাই না কেন! লুকাতে চাই তোমার হৃদয়ে চিরদিন।
কোমল আশ্রয়ে, নিবিড় সুখে, তোমার হৃদয় থেকে করে যাব ঋণ।।
তারিখ: আগষ্ট ১৭, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,