নানান রীতিতে যখন তুমি ক্ষণিক কালে যাবেই একটু দূরে –
আরও একটুখানি থেকো পাশে, তোমায় দেখি প্রাণ জুড়ে।
কেমন করে ভাবো ! তুমি ছাড়া নেই আর কেউ !
তবে যে থেমে যায় নদী সমুদ্রের সকল ঢেউ।
তোমার এই ক্ষণিক বিদায় আয়োজন বেলায়
সময় কেন দীর্ঘ না হয়ে দ্রুত ফুরিয়ে যায়।
বিদায়ের আগে আরও একটু ক্ষণ দেখা যেত যদি
সময়ের মূল্যমানে সু-উচ্চে থেকে তুমি হতে হৃদয় নদী।
বিদায় বিচ্ছেদ ক্ষণে আমি যে হই সুক্ষ্য তরবারীতে দ্বিখন্ডিত,
চিরকাল যেন আমি তোমার হৃদয় নদীতে হই প্রবাহিত।
তারিখঃ আগষ্ট ১৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,