শঙ্কিত বড় আবারও কি বাজিবে বিদায়ের সুর
এ যে বড়ই তীব্র তীক্ষ্য করুণ
হোক তা খুব অল্প ক্ষণের
তীব্র হনন যখন কঠিন বন্ধন আকর্ষণের।
প্রিয়জন যে প্রিয় নানান রূপে মায়ায়
জড়িয়ে রাখে মায়াবী চোখের ছায়ায়
বিছিন্ন কি হওয়া যায় কিম্বা একটু দূরে থাকা
তখন কেবলি আপন মনে যাতনার ছবি আঁকা।
ছাড়িতে চায় না মন শুধু বাঁধি রাখিতে
নগদে নরম পাওয়া কিছু যেন থাকে না বাকিতে।
তবুও আসে প্রয়োজন ক্ষণিক বিদায়ের
আসে বর্ষা, যায় শীত, যেমন ক্ষণিক বিদায় বসন্তের।
এমন রীতির ক্ষণিক বিদায় আয়োজনে
সকল দুঃখ মেনে দিয়েছি তোমায় বিদায় সমর্পণে
চেয়ে থাকা তাই আমার অপেক্ষার দুয়ারে
হঠাৎ এসে দিয়েছো টোকা জেনেছি আনন্দ ভারে
তাই যেন হয় তোমার অচমকা ফিরে আসা।
অপেক্ষার দুয়ারে আমি, অপেক্ষায় থাকবো ভাসা।।
তারিখঃ আগষ্ট ১৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,