নানান ভাবে প্রযুক্তির কল্যানে আমাদের কথা হয় নানান ভাবের আদান প্রদান হয় এখন এটাই আমাদের ছোট্ট একটি বিচরণ ভূমি আমার এখানেই সেই সব বাসিন্দাদের সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, মনের কথা অদল বদল ! দেখা হয়, কথা হয় না কি যে কারণ !
বেশ বুঝি সময়কে হরণ করে নানান ব্যস্ততা ! তারপরও যদি কথা পিঠে কথা না আসে, না হয় হয় কোলাহল ! তবে শুধুই কি হিসাব মিলিয়ে দিবে নিঃরবতা !
এই জগৎ সংসারে শুধুই কি পূর্ণিমার চাঁদ একা একা দেখা ! সমুদ্রের তীরে একা একা দাঁয়িয়ে থাকা ! পাহাড়ে একা একা বিশ্রাম নেওয়া ! ঝর্ণার শব্দে নিজেকে মিশিয়ে রাখা !
তবে সেই তো ভালো ভালো ছিল আকাশের চিল হয়ে উড়ে বেড়ানো, বনের সাপ হয়ে গাছের পাতার মাঝে মিশে থাকা কিম্বা দীঘিতে রাজ হাঁস হয়ে একা একা সাঁতার কাটা !
তারিখ: জানুয়ারী ২৮. ২০১৮
রেটিং করুনঃ ,