তুমি কি আছো ক্লান্ত হয়ে সুখময় একটু অবসরে
তাই যে তোমায় দেখিনা আজ ক’দিন ধরে,
কোন বাগানে কোন গাছের ঘনো ছায়ায়!
কোন হৃদয় আলোয় আছো যে প্রিয় মায়ায়
কোন দিঘির সিঁড়িতে বসে পানিতে পা ভিজিয়ে,
খেলার নৌকা বিনিয়ে চলেছে কোন পাতা দিয়ে।
গুন গুনিয়ে গেয়ে চলেছে কোন প্রিয় গানের সুর
আনমনা হয়ে চেয়ে কি আছো দূর আকাশের ঐ দূর।
কেমন করে কাটছে তোমার অবসর জানতে ইচ্ছে করে।
তুমি কি আছো ক্লান্ত হয়ে সুখময় একটু অবসরে।
তোমার অবসরে, তোমার সুখমাখা ছুটির অন্তরালে
আমারও ছুটি লেখা তোমার মনের আনমনা খেয়ালে।
আমি আছি গাছের ঘনো ছায়ায়, তোমার চোখের কোণে
ফুল ফোটার সময় বালিকা আনমনে যখন মালা বোনে।
আমি আছি দিঘির পানিতে তোমার পা ডুবানোর খেলায়
আমি নেই যে দূরে আছি তোমার সকল অবসর বেলায়।
আমার ভাবনায় তোমার সুখ আনন্দ সেজেছে হৃদয় পাত্রে থরে থরে।।
কেমন করে কাটছে তোমার অবসর জানতে ইচ্ছে করে।
তারিখঃ আগষ্ট ০৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,