পাখিরা আমরা কষ্ট বুঝে নিয়ে চেয়েছিল করুণ কন্ঠে গাইতে তাদের গান।
ঝর্ণাধারা আমার কষ্ট নিজের মাঝে ধারণ করে বইতে চেয়েছিল আরও দ্রুত ধারায়
সুশোভিত ফুলেরা আমার কষ্ট তাদের মনে ধারণ করে ঝরে যেতে চেয়েছিল
গভীর রাতের জ্বল জ্বল করে জ্বলা সব তারাগুলি
আমার কষ্টগুলিকে সাথে নিয়ে দ্রুত আলোতে মিশে যেতে চেয়েছিল।
কষ্টের ভাগ আমি কাউকে দিতে চাই নি আর,
যে কষ্টের যাত্রা শুরু তোমার কোমল হৃদয় থেকে
বরং চেয়েছি তোমার কাছে আমানত রাখতে
সেখানেই বরং কষ্টগুলি দিনে দিনে পাহাড়ের মত বৃহৎ হবে এই ভেবে,
ক্ষুদ্র কষ্ট চাই যে, যা মিশে যেতে পারে নিমিষে-
হালকা বাতাসে, পাতার দোলে, ছোট্ট ছোট্ট ঢেউয়ে।
তারিখ: আগষ্ট ০৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,