কৌশল, নীতি, দূরদর্শিতা, পরিষ্কার মন, আদায়ের প্রতি তীব্র আকাংখা, কৌশলগত কারণে মাথা নত করা। তীক্ষ কূট কৌশলের কাছে সরল মনের পরাজয় ঘটে যদিও তিনি সত্যবাদী হন।
রূপসী ও নারীর প্রতি পুরুষের দূর্বলতা তীব্র।
প্রসাদ থাকে শত্রু ভরা, বিচক্ষণের হয় জয়।
পরনিন্দা বর্জন, সকলের কথা শুনে কম কথা বলা, সব দিকে দৃষ্টি রাখা, নত ভাবে কথা বলা তবে দৃঢ় চিন্তে। নিজের হাত, দেহের কথার উপর নিয়ন্ত্রণ রাখা, হারাম না খাওয়া, মিথ্যা না বলা। অংহকার না করা।
যেন পড়নে আছে আগুনের পোষাক হয় পুড়ে যাওয়া না হয় বিজয়
সকলের কথা শুনা কিন্তু সিদ্ধান্তটা নিজের
আবেগের বশবর্তি হয়ে বড় দায়িত্ব পালন হয় না প্রয়োজন অভিজ্ঞতার।
মাথাকে চিন্তা মুক্ত রাখা। সময়ের আগে চলা। আদেশ দিয়ে দ্রুত স্থান প্রস্থান, দ্রুত হাঁটা কৌশলগত কারণে। দ্রুত সিদ্বান্তের স্ব-ক্ষমতা অর্জন।
=========================
– তরবারী চালানোর চেয়ে দক্ষতার চেয়ে বেশী দক্ষতার প্রয়োজন পড়ে বুদ্ধির
– প্রসাদের প্রতিটি ইটে থাকে ষড়যন্ত্র কে কারে ডিংগিয়ে উপরের স্থান দখল করবে কেননা ক্ষমতা সেখানে ঘুড়ে বেড়ায় তাই বিশ্বাসের কোন স্থান নেই প্রসাদে – এখন কথাটি খাটে অফিসে।
– কথা দিয়ে মানুষকে দাফন করা যায় আবার কথা কখনো ফিরিয়ে নেওয়ায় যায় না।
– যার হাতে যতক্ষণ তরবারী থাকে সে সব সময়ই নিজেকে বিজয়ি হিসাবে জানে।
– বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কখনও যুদ্ধে যাওয়া যায় না।
রেটিং করুনঃ ,