একদিন ছিলাম নিস্প্রাণ বিষাদমাখা
করুণ তুলিতে বেদনা আঁকা
আঁধার রূপে বিভিষিকাময়
নেভানো আলোয় যাত্রামুখি ক্ষয়।
অচমকা-
সৌভাগ্যের পালকীতে মৃদু বাতাসে ভেসে যেন একটি দমকা।
আলোকিত চারিদিক, মাধুরী ধারা উচ্ছলিয়া পড়ে
নরম শান্ত সুখ শান্তির দল জড়ায়ে ধরে,
ক্ষাণিক বিলম্বে বুঝে হই সারা
তোমার পরশ ছোঁয়ায় হৃদয়ে আজ কেবলি অনন্তঃ আনন্দ ধারা।
তারিখঃ জুলাই ২৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,