আড়ালে চলে গেলে মুহুর্তে সব আঁধার হয়
চোখের সামনে থাকলে তুমি সব আলোকময়।
মনে কত নানান বর্ণচ্ছটা, কত আনন্দ সুখ
নব বর্ষায় দু-কূল ছাপিয়ে যেমন ভরে উঠে নদীর বুক
মনে নানান স্বপ্নের বুনন, আলোকতি আশারা সব
মনে সাজায় বাগান বাড়ি যেন শিশুদের উৎসব।
এইসব সবই ছিল উপহার খচিত তোমার দান
নিজে আলোকিত হয়েছি, পেয়েছি জীবনের শ্রেষ্ঠ প্রাণ
যদি জানান পেতাম তোমার উপস্থিতির সদা ঘ্রাণ
আছো পাশে, আছো কাছে, একসাথে আছো দিনমান।
সব চাওয়ার তবে অবসান হতো জীবন পেত পূর্ণতা
ফুরিয়ে যেত সকল বাসনা, অতৃপ্ত, সকল শূণ্যতা।
সময়ের স্রোতে ভেসে ভেসে
একদিন অবশেষে
সত্য মেনে যেদিন জেনে যাব তুমি এখন স্মৃতি
হৃদয় নদীতে তোমাকে ভাসাবো, না মেনে সমাজ নীতি।
কোন বাঁধা থাকবে না, জানবে না আর কেউ
হৃদয় নদীতে আপন মনে তুলে যাবে অবিরত ঢেউ।।
তারিখ: জুলাই ২০, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,