ঠিক তখন জোৎস্না নামে যখন কাছে, যেন মোঘলদের বাগানে
অপরূপে সাজাও আমার দৃষ্টি তোমার রূপ সৌন্দর্যের প্রতিদানে,
কত রঙিন কত মনোহর সু-শোভিত আমার তখন চারিদিক !
সত্যরা ধরে ঘিরে, পূর্ণতার সু-উচ্চ চূড়ায় আমি নির্ভিক।।
যখন আড়ালে চলে যাও; ভেসে বেড়াই বিষন্ন বিষাদ সাগরে,
ক্লান্ত, শ্রান্ত, মৃত্য প্রায় আমি, কঠিন সব হতাশা ঘিরে ধরে;
ঘোর আঁধারে ভ্রান্ত মনে শুধু শুনি ভয়ানক বিপদের ধ্বনি,
অসহায় হয়ে কাঁপি শ্বাস বন্দ হয়ে যাবে বুঝি অচমকা এখনি।
রূপের রাণী, জ্ঞানের রাণী, শক্তির রাণী প্রার্থণাটুকু নাও –
যাদুর কাঠি দিয়ে আমায় আলোকিত কর সজীবতায় ভাসাও;
চিরদিন যেন কাছে পাই, জোৎস্না ভরা চির কোমলতার আলোতে,
আমার আলো হয়ে থাকো তুমি, জীবন যদি ঢেকে যায় কালোত।।
তারিখঃ জুলাই ১৮, ২০১৮
ছবি: নেট থেকে সংগ্রহিত।
রেটিং করুনঃ ,