সামিয়াকে – জীবন যে জটিল এটি তার এটি ভালো ব্যাখ্যা।
অনেক পেয়ে বা না পেয়ে সব সময়ই মনে হয় জীবনটা একটি বাকির খাতা।
বৃতিকে নতুন প্রজন্মের চিন্তা চেতনা আমাদের চিন্তা চেতনাকে অতিক্রম করে অনেক উন্নত ধাপে চলে যাবে এটি সত্য, তাই ইতিবাচক দৃষ্টি দিয়ে আমাদের ওদেরকে মূল্যায়ন করা উচিত, তা হলেই আমরা পাবো আমাদেরই কাংখিত ভবিষৎ যা আমরা গড়ে নিতে পারি নি।
বোকা হওয়ার যেমন নানা যন্ত্রণা, তেমন জীবনকে বুঝতে গেলে আরও যন্ত্রণা। তবুও যন্ত্রণা ভোগ জুটলেও জীবনকে উপলদ্ধি করার মধ্যে জীবনের সার্থকতা- যদিও এই উপলদ্ধি বোধ অনেকের মধ্যে নেই।
অন্যের পকেটের টাকা হাতিয়ে বড় লোক হওয়া প্রবনতা যাদের আছে তারাই সমাজে টিকে থাকতে পারছে আজকাল- এই প্রতিযোগিতা ভিখারী থেকে শুরু করে সবচেয়ে ধনিক মানুষটির মধ্যে প্রবল ভাবে বিদ্যামান শুধু মাত্র হাতে গোনা যায় এমন সংখ্যা ছাড়া।
— সামিয়াকে – দীর্ঘ মেয়াদে আসলে সবাই একা, নিঃসঙ্গ
স্বল্প মেয়াদে অনেকেই বটে হয় অন্তরঙ্গ!!
—- নীল সাধু – লেখালিখি পাঠক এবং নিয়মিত চর্চার বিষয়ে আপনার যে একাগ্রতা ভালোবাসা তা অনেক কবি লেখকের মাঝেই নেই। আপনি লেখক কবিদের ও ছাড়িয়ে যাওয়া একজন :)
এটা আমার ব্যক্তিগত অভিমত।
— আসলেই ফুলের প্রকৃত মূল্য আমাদের অনেকেরই বুঝা হয় না। একটি ফুল কখনও কখনও শ্রেষ্ট কাজটি করিয়ে দেয় যা অর্থ সম্পদের বিনিময়েও মিলে না।
— যুগের পরিবর্তনের সাথে সাথে কিছু প্রচলিত কথার মধ্যেও পরিবর্তন এসে যাচ্ছে।
যেমন বলা হতো – বউ মরে গেলে বউ পাওয়া যায়, বোন মরে গেলে বোন পাওয়া যায় না।
যুগের পরিবর্তনে কথাতেও পরিবর্তন এসেছে, এখন বলা হচ্ছে ” বউ মরে গেলে বউ পাওয়া যায়, বোন মরে গেলে বোন পাওয়া যায়, কিন্তু বান্ধবী মরে গেলে আর বান্ধবী পাওয়া যায় না ” এর একটি কারণ হলো এখন বান্ধবীর উপর অনেক নির্ভরতা আর্থিকগত ভাবে, প্রযুক্তিগত ভাবে, কৌশলগত ভাবে।
সংগ্রহিত : আমি যা নই তা হবার এবং আমরা যা করতে পারি না তা করার জন্য অবিরাম সংগ্রামই হল জীবন । – উইলিয়াম হ্যাজলিট
রেটিং করুনঃ ,