জগতকে দেখার চোখ না থাকতো যদি
কি এমন ক্ষতি হতো !
অনেকেই অন্ধ এ জগতে
জগৎ দেখার সৌভাগ্য হয় নি তাদের।
আমার হয়েছে জগতকে দেখার নিজ চোখ দিয়ে
আলো, বর্ণ, সমুদ্র, অরন্য পাহাড় থেকে
শুরু করে দীঘি, ঝর্ণা নুড়ি বালু কণা সব!
পষান্ড মন, কোমল হৃদয় প্রেমিক-প্রেমিকা যুগল
বিরহ, বিচ্ছেদ মিলন, সাম্য ঐক্য হাসি কান্না সকল।
পূর্ণতা পেয়েছি জগতের রূপ-সৌন্দর্য দেখে
কৃতজ্ঞতা প্রকাশ করেছি সৃষ্টিকর্তার প্রতি প্রতিটি ক্ষণে।
অথচ সকল দেখার কৃতজ্ঞতা শূণ্য হয়েছে তোমাকে একটিবার দেখে
বারবার সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করেছি দুটি চোখে যেন জ্যোতি থাকে অন্ততকাল
চির দিন তোমাকে দেখার।
জন্ম বৃথা হতো তোমাকে দেখার চোখ না থাকতো যদি।
জগতের সকল রূপ-সৌন্দর্যকে নিচে ফেলে অনেক উর্ধ্বে তোমার রূপ-সৌন্দর্য
অন্তত আমার কাছে, জন্ম বৃথা হতো তোমাকে দেখার চোখ না থাকতো যদি।
তারিখ: জুলাই ১২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,