যাবো না কোথাও আর
কত ভুবন পৃথিবীর পরে
অরণ্য দেশ, সমুদ্র দেশ, পাহাড়ের দেশ
তারকা মন্ডলীদেশ।
কোথাও টানে না আর-
কত ভুবন ঘুরেছি, কত দীর্ঘকাল!
অবশেষে বন্দী হয়েছি তোমার চোখ জোড়ায়,
ঢেউ খেলা চুলে, খিলখিল কথা রাশিতে।
শুভ্র বাঁকা দাঁতের ঝিলিকে, পূর্ণিমার চাঁদ
ধরা দিয়েছে যে মুখের হাসিতে।।
ভুবন রচেছি তোমার মাঝে
সেইখানে শুধু সেইখানে
থেকে যেতে চাই জন্মান্তরে।
শান্তির পরশ, কোমলতায়, নিবিড় ঘনত্বে যে
ভুবন গড়া যা রচেছি তোমার মাঝে।
অন্যায় বলো, পাপ বলো সবই করেছি জয়।
তোমার শান্তির পরশ পেতে, কোমলতা পেতে,
নিবিড় ঘনত্বে শ্বাস আর প্রশ্বাস নিতে
আমাকে রেখো না ফাঁসি কাষ্ঠে দাঁড়িয়ে।
তারিখ: জুলাই ০৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,