ধনীক বলে ভায়া কবে যে হব গরীব !
বড় সখ তাতে মিলে যদি সুখের প্রদ্বীপ।
গরীব বলে আছি সুখে কিছু নাই আমার হারাবার,
নাই সময় প্রয়োজন ধন দৌলতের দিকে তাকাবার।
ধনীদের মনে তাই তো যন্ত্রনা, ধরে অশান্তি জ্বালা
শুনে ধনীক বলে এবার আমার গরীব হওয়ার পালা।
শত চেষ্টাতেও ধনী আর পারে না অবশেষে গরীব হতে
ভোগ আরামে কাটাতে চায় নিকট জন ধনীর বদৌলতে,
ধনিক বলে নিকট জনদের কী ভাবে করি বঞ্চিত !
কী ভাবে নাশ করি এতোদিনে যা করেছি সঞ্চিত !!
তারিখ: জুন ২৭, ২০১৮
রেটিং করুনঃ ,