বেঁচে থাকাটা কি করুণ !
প্রেমে ব্যর্থতায় অনেকে এমন সব কথা বলে
কিন্তু সাধারণ জীবন যাপনে বেঁচে থাকাটা যেমন করুণ
তেমন অসহায়ত্বের বৃত্তে বন্দী।
বৃত্ত ভাঙ্গা সম্ভব হয় না।
ঈশ্বর সবাইকে অন্যায়, প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদ করার
মত শক্তি দিয়ে পৃথিবীতে পাঠায় নি।
সেই শক্তি পেলে প্রতারক, ঠগ
অন্যায়কারী, প্রতিশ্রুতি ভঙ্গকারীদের দৌরত্ব থেমে যেত খুব সহজেই
পৃথিবী হতো শান্তির আবাস ভূমি।
অন্যায়কারী, প্রতিশ্রুতি ভঙ্গকারীরা মাথা নত করে
নুয়ে নুয়ে চলত।
করুণ জীবন যাপন করা অনেকের ভাগ্যে লিখন
খন্ডন হয় কী ভাবে !
বিদ্রোহী কাজী নজরুল তো থামতে চেয়েছিল, শান্ত হতে চেয়েছিল
আজো কি উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে না !
আজো কি অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে অস্ত্র ঝন ঝন করছে না।
সত্যিই কি কোন দিন বিদ্রোহী কাজী নজরুল হবে শান্ত !!
করুণ জীবন যাপনকারীদের জীবনে মিলবে একটুকু খানি শান্তি !
কত অপেক্ষার পরে ! কত যুদ্ধের পরে ! আসবে সেই কাঙ্খিত শান্তি।।
তারিখঃ জুন ১৮, ২০১৮
রেটিং করুনঃ ,