এক সোরাহি সুরা দিও একটু রুটির ছিলেক আর,
প্রিয় সাকি, তাহার সাথে একখানি বই কবিতার,
জীর্ণ আমার জীবনজুড়ে রইবে প্রিয়া আমার সাথ্,
এই যদি পাই চাইব নাকো তখ্ত আমি শাহানশার।
(কাজী নজরুল ইসলাম)
সেই নিরালায় পাতায়ঘেরা বনের ধারে শীতল ছায়,
খাদ্য কিছু, পেয়ালা হাতে, ছন্দ গেঁথে দিনটা যায়!
মৌন ভাঙি তার পাশেতে গুঞ্জে তব মঞ্জু সুর
সেই তো, সখী, স্বপ্ন আমার, সেই বনানী স্বর্গপুর।
(কান্তিচন্দ্র ঘোষ)
রেটিং করুনঃ ,