কলি কালের ভিক্ষুককে যত দূর্বল ভাবি
কোমড় থাকে তার শক্তিশালী চাবি
অভিনয়ে আর মিথ্যা বচনে মহা পটু সে-
চোখ বুঝে থাকে সদা সুযোগ সন্ধানে।
যদি সুযোগখানি মিলে চাবিটিকে রাখে না বেকার
তালা খুলে মালিকেরে শূণ্য করে দিতে তার
নির্মম বলে কাকে বাঁধে না বিবেকখানি আর
মালিকেরে স্ব-মূলে উতপাটনের রাখে অধিকার।।
রেটিং করুনঃ ,