যত দেখা তারা ভরা রাতে
একটি দৃষ্টি-
কোটি তারার মাঝে একটি তারাতে।
আসে নানা কথা, আসে ছন্দ, আসে সুর-
কাছে ডাকিবার, নিঃশব্দে কাছে মিশিবার
সীমাহীন আকাঙ্ক্ষা যারে বলে-
বৃথা তবে আকাশতারা সে, যে বহু দূর।
দিন যায় রাত যায়,
সময় ফুরায়-
পাতা ঝরে হাওয়ায়,
বাগানে ফুল ফুটে, চাঁদ উঠে, ঐ দূর আকাশে –
সকলের সব কথা হয় বলা, আনন্দ মুক্ত প্রকাশে।
একটি কথা হলো না বলা- কে সে আকাশতারা !
পথিক সে চলেছে অজানার পথে নিদ্রা আর আশাহারা।
অনেক কথা হয় না জানা, যেমন জানে নাই আকাশতারা।
সীমানা প্রাচীরে বাঁধা সুখ-বিত্ত, যত আনন্দ-ধারা।।
কে হয়েছে পথিক, জমাট বাধা কষ্টে পাথর!
সদা বিষ পানে কে হয়েছে সামনের পথে অগ্রসর !
তারিখঃ ২৯ নভেম্বর ২০১৬
রেটিং করুনঃ ,