এ লেখা পড়বে না কোন পাঠক –
তোমার হৃদয়েও ফেলবে না কোন ছাপ !
ইদিনিং আমি কারও লেখাই পড়ি না,
আমার লেখাও কেউ পড়ে না।
আবেগ জন্মাতে পারি না আমার কোন লেখায়,
তবুও লেখার ঘোরে লিখে যাই-
অবুঝ শিশুর মত।
আঁকা ঝোঁকার মত লেখা এঁকে যাই ইদানিং।
যদি কখনও কোন দিন আঁকা ঝোঁকার মত লেখা –
তোমার দুয়ারে পৌঁছিয়ে যায় আমার এক খানি চিঠি !
যদিও কাগজে লেখা চিঠি এখন অচল,
ধর, তোমার ফেস বুকের ইন বক্সে !
পড়ে নিও তবে।
তা হলে বুঝে নিব অন্ততঃ এখনও একজন পাঠক আছে আমার পৃথিবীর ‘পরে।।
তারিখঃ ২২ জুলাই ২০১৬
রেটিং করুনঃ ,