প্রেম শুদ্ধ হলে,
প্রিয় জনের চোখের পানির রঙ চেনা যায়
যখন কখনও তোমার চোখে
পানি ঝরে শ্রাবন কিম্বা আষাঢ়ের ধারায়
সে চোখের পানির যত রঙ
দেখতে পারি, চিনতে পারি পাকা জহুরীর মত।
নীল রঙ, হালকা বেগুনি
অথবা কচি কলাপাতার মত
যে রঙ হোক না কেন !
আর সে রঙেরই বা কী অর্থ !
যত দূরে থাকি না কেন!!
তোমার চোখের পানির রঙ বলে —
তুমি ভালো নেই আজকাল,
কখনও জানালায় একা, বাগানে, ছাদে
অনেক সময় ধরে গোসল সারো তুমি, কম খাবার তোমার থালায়
নূতন বানানো জামা ফেলে রাখো যা বানিয়েছিলে সখ করে
বা কোন উৎসবে।
এমনি অনেক বৈশিষ্ট তোমার ইদানিং।
নানান রঙের চোখের পানিতে তোমার প্রেম শুদ্ধ হবে ঠিক
তবুও মনে রেখ- সংক্ষিপ্ত যাত্রায় আমরা এ পৃথিবীর পরে-
কী লাভ হবে চোখের পানি ফেলে ফেলে !
কিম্বা চোখের পানির রঙ চিনে চিনে !!
তবে আসো চাঁদ হয়ে ভাসি পূর্ণিমার রাতে
নরম আলোতে সারা পৃথিবী জুড়ে জুড়ে।
ফুলের বাগানে ভ্রমর হয়ে
শিশুর নরম হাতে হাত রেখে রেখে।
নুতন বউয়ের শাড়ীর আঁচলে আঁচলে
বরের পাগড়ীতে নুতন জীবনের স্বপ্ন দেখে দেখে।।
চোখের পানি মুছে ফেলে চোখে কাজল দিয়ে
আসো আমাদের চেনা পথে।।
খুব কাছে থেকে দেখি তোমার চোখের পানির রঙ
শুধু আর একবার ।।
04/19/2014
রেটিং করুনঃ ,