আষাঢ়ের মেঘের পালে পালে
আষাঢ় আবার তো এসেছো,
কি বার্তা তবে এনেছো !
তোমার কালো মেঘের পালে পালে,
মৃদু বাতাসে
কিম্বা পাখির সাদা পালকে
এনেছো কি সাথে করে তাঁকে !
জেনেছো কি !
আসতে সে চেয়েছিল নাকি !
মেঘের পালকিতে ভেসে
কিম্বা বারিধারার বেশে।
হালকা বাতাসে-
তোমার ঝিরি ঝিরি বৃষ্টিতে !
আকাশ ভেংগে ঝরিয়ে ঝরিয়ে
যদি দিতে আমার মাঝে
তাঁকে মিশিয়ে !
বহু দিন পাই নি তাঁর-
খবর কিম্বা বার্তা।
কোথায় ! কেমন আছে সে !
সে আশায় বসে আছি,
যদি মেঘ হয়ে দেখি
যদি বা সে আষাঢ়ের কালো মেঘ
কিম্বা দেখি তাঁর বেদনা মাখা মুখ।
তবুও তো দেখা হবে তাঁকে-
এক পলকে।
কিম্বা বৃষ্টিতে, গাছের পাতায় পাতায়
ফোঁটা ফোঁটা জলে,
রাস্তায় জমে থাকা
কিম্বা ছোট্ট ডোবায়।
ভালো লাগা মোর, সেই তুমি-
এসো আষাঢ়ের মেঘের পালে পালে
বারিধারার দূত হয়ে-
ঝিরি ঝিরি বৃষ্টিতে,
নুতন এক সৃষ্টিতে,
নুতন এক দৃষ্টিতে,
শুধু এক পলকের দেখায়।।
তারিখ: জুন ২২, ২০১৬ (স)
রেটিং করুনঃ ,