আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস।
আমরা আমাদের সমাজের নারীদের নির্যাতন থেকে কতটুকু রক্ষা করতে পারলাম !! কেনই বা নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করতে হচ্ছে !!! আন্তর্জাতিক পুরুষ নির্যাতন প্রতিরোধ দিবসের নাম কি শুনা আছে !!
এ সব বিষয়ে আমাদের মতামত খুব কম হওয়ার কথা। আমাদের নিজেদের ঘরে যদি স্ত্রী, কন্যা, বোন ও মায়ের প্রতি অন্যায়, অবিচার নির্যাতন করে থাকি তবে তো আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে আমাদের কন্ঠ ক্ষীণ হওয়ার কথা।
প্রশ্নের মুখোমুখি হওয়াটা খুবই স্বাভাবিক – পোষ্টের লেখক আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস নিয়ে যে আলোচনা করতে চাচ্ছেন, সমাজকে অন্ধকার থেকে আলো আনতে চাচ্ছেন ! লেখক কি তার ঘরে স্ত্রী, কন্যা, বোন ও মায়ের প্রতি অন্যায়, অবিচার নির্যাতন করেন না ??
প্রশ্নের মুখোমুখি হলে অসুবিধা কোথায় !! লেখক তো অন্তত একবার চিন্তা করবে নিজের ঘরে স্ত্রী, কন্যা, বোন ও মায়ের প্রতি অন্যায়, অবিচার নির্যাতন করা এগুলি সবচেয়ে ঘৃন্য কাজ, এগুলি সমাজে প্রতি নিয়ত হচ্ছে আর এগুলির বিরুদ্ধে নিজের কন্ঠস্বর জোড়ালো হওয়া প্রয়োজন সবার আগে, সবচেয়ে আগে।
নারীদের প্রতি অনেক নির্যাতন তো চোখেই দেখা যায়, থাকে না কোন দালিলিক প্রমানও !!
মানসিক নির্যাতন বাইরের মানুষ, সমাজ কি বুঝতে পারে !! ঘর বন্দ করে শারীরিক নির্যাতন বাইরের মানুষ, সমাজ কি বুঝতে পারে !!
গরম ভাতের বদলে ঠান্ডা ভাত, সম্পত্তি ভাগে হের-ফের ! বাইরের মানুষ, সমাজ কি বুঝতে পারে !! একটা মানসিক চাপের মধ্যে ফেলে নারীদের যে কত বানী শুনানো হচ্ছে, কত বাস্তব বুঝানো হচ্ছে !! নিশ্চয় এ সব কথা আমরা অনেকেই জানি।
তারিখ : নভেম্বর ২৫, ২০১২
রেটিং করুনঃ ,