দাঁড়াও, পথিক-বর জন্ম যদি
ইতালি কবি Silvio Pellico এর কয়েকটি লাইন দিয়ে শুরু এ লেখাটি।
ইতালি কবি Silvio Pellico এর কয়েকটি লাইন –
“When we had passed the gate
আমরা যখন বৃহৎ তোরণ বা দরওজা অতিক্রম করতাম।
I pulled my hat down over my eyes;
আমি আমার সব চেয়ে সন্মানের টুপিটা নামিয়ে আমার চোখ বরাবর নামাতাম।
And wept a little and no one saw it
এবং নিরবে কাঁদতাম সকলের অজান্তে।”
আমাদের জানা নেই সে কোন মহা মানব যাঁর একটি স্মৃতি স্তম্ভ অতিক্রম করার সময় সন্মানিত মানুষেরা সন্মানের ভারে নত হয়ে অজান্তে চোখের পানি ফেলেন আবার অজান্তেই চোখে পানি মুছে ফেলেন। যেন, প্রিয় মাকে, রেখে পুত্র কোথাও চলেছে অন্য এক দেশে, অজানার উদ্দেশে।
আমরা অনেকেই খুব দ্রুত জনপ্রিয় হতে চাই, একটি শীর্ষে উঠে যেতে চাই। মানুষের মনের গভীরে প্রবেশের যে পথ সে পথে যখন কোন খুঁত, কোন জোড়া থাকে তখন সাময়িক কিছুটা মানুষের মনের গভীরে প্রবেশ করা গেলেও হঠাৎ মনের গভীরে প্রবেশের দুয়ারটি বন্দ হয়ে যায়।
আমাদের অনেকেরই সাহস করে, মনে চিত্তে দৃঢ় বিশ্বাস নিয়ে নিচের কথা গুলি লিখতে পারি না, সেই সাথে কবির প্রতি আমাদের সন্মান ও শ্রদ্ধা।
” দাঁড়াও, পথিক-বর জন্ম যদি তব
বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধিস্থলে
(জননীর কোলে শিশু লভয়ে যেমতি
বিরাম) মহীর পদে মহানিদ্রাবৃত
দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন!
যশোরে সাগরদাঁড়ী কবতক্ষ-তীরে
জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি
রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী! ”
তারিখ: মে ১৯, ২০১২
রেটিং করুনঃ ,