Welcome to rabbani basra

আমার লেখালাখির খাতা

শুরু হোক পথচলা !

Member Login

Lost your password?

Registration is closed

Sorry, you are not allowed to register by yourself on this site!

You must either be invited by one of our team member or request an invitation by email at info {at} yoursite {dot} com.

Note: If you are the admin and want to display the register form here, log in to your dashboard, and go to Settings > General and click "Anyone can register".

খোঁজ ক’রো আমাকে –

Share on Facebook

খোঁজ ক’রো আমাকে –
আমাদের জীবন দশায় কখনো কখনো শোক আমাদেরকে হঠাৎ গ্রাস করে ফেলে। জন্মতে যে আমরা আনান্দের বার্তা পাই আর আর মৃত্যুতে যে শোক, এই গতি বা ধারাবাহিকতায় আমাদের জীবনের ফলাফল। জীবনের প্রকৃত অর্থ বহু মানু্ষই তাঁদের জীবন দশায় বুঝতে ব্যর্থ হয়েছে।
তপ্ত বালি কণার উপর এক ফোটা পানির যে আয়ুকাল, ভালোবাসার এই পৃথিবীতে আমাদের আয়ু সেই ক্ষণকাল। মৃত্যু সুস্পষ্ট ভাবে টেনে নিয়ে যাবেই এক অ-জানা জগতে।

প্রসিদ্ধ ইরানী কবি, গণিতজ্ঞ বৈজ্ঞনিক, জ্যোতির্বিদ ওমর খৈয়াম লিখেছিলেন ফার্সী ভাষায় তাঁর বিখ্যাত রোবাইয়াৎ- এ।

” চুন দর গুযারাম বেহ বাদেহ শোইয়িদ মারা
তলকিন য্ শরাবে নাব গোইয়িদ মারা,
খা হিদ বেহ্ রোজ হাশর ইয়াবিত মারা
আয্ খাকে দরে মীকদেহ জুইয়িদ মারা ”

ফিটজেরাল্ডের ইংরেজী অনুবাদেঃ
Ah, with the Grape my fading Life provided,
And wish my body whence the Life has died,
And lay me, shrouded in the living Leaf
By some not unfrequented Garden-side
Rubai LXXXIX)

বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়-
” যখন আমার মৃত্যু হবে আমাকে গোছল করে দিও আংগুর রস বা ভালোবাসা দিয়ে, আমার অনুরোধ রইল সে ভালোবাসা হবে বিশুদ্ধু, অন্তর থেকে আসা। রোজ হাশরের দিনে কেউ আমাকে (ওমর খৈয়াম) খুঁজে পেতে চাইলে, খোঁজ করো আমাকে যেখানে যে মাটিতে আমাকে কবর দেওয়া হয়েছে”

মৃত্যু এক মহা শক্তি, আমরা যতই প্রতাপশালী হই না কেন মৃত্যু যে কোন এক সময় ঠিকই টেনে কবরে নিয়ে যাবেই। যে অবস্থায় থাকি না কেন এক সময় তপ্ত বালিতে এক ফোটা পানি যেমন মিলিয়ে যায় তেমনি আমাদের ক্ষণকালের আয়ু মিলিয়ে যাবে। এ সবই পৃথিবীতে আসা সকল মানুষকে মানতে হয়েছে, মানতে হবে।
ওমর খৈয়াম যেমন মৃত্যুকে নিয়ে নিশ্চিত ছিলেন, আমরাও তেমনি নিশ্চিত। তারপরও আমরা কখনো কখনো মৃত্যুকে মেনে নিতে চাই না, শোকে পাথর হয়ে যাই। সব কিছু ভারি হয়ে আছে, শোক বহন করার সাহস হারিয়ে ফেলি। মূর্ছা যাই।
ওমর খৈয়াম মৃত্যুকে খুব সহজ ভাবে মেনে নিয়ে খুব সহজ ভাবে বলেছেন তাঁর মৃত্যু হলে ভালোবাসার বা শেষ শ্রদ্ধা দিয়ে তাঁকে গোসল করিয়ে দিতে বলেছেন। শোকে পাথর হতে বারণ করেছেন। আর অনুরোধ করেছেন সেই ভালোবাসা ও শ্রদ্ধাবোধ আসতে হতে হবে বিশুদ্ধ ও পবিত্র মন থেকে।

তারিখ: জুলাই ২০, ২০১৩

রেটিং করুনঃ ,

Comments are closed

বিভাগসমূহ

Featured Posts

বিভাগ সমুহ