খোলা জানালা
আমরা যারা সাধরণ মানুষ, আমাদের যে বাসা বাড়ি যেখানে গরম কালের ঋতুতে জানালা খোলা রাখি, শীত কালের ঋতুতে জানালা বন্দ রাখি, এর কারণ ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। তবুও ধারণা দেওয়া যেতে পারে যে, গরম কালে আমাদের ঠান্ডা বাতাসের প্রয়োজন আর শীত কালে আমাদের বাসা বাড়ি গুলিতে এতো বেশি শীতের তীব্রতা থাকে যে আর বাড়তি শীত বিয়োগ করার জন্য আমরা জানালা বন্দ রাখি। গরম কালের ও শীত কালের আবহাওয়া বুঝানো বা একটি দৃশ্য অংকন করার জন্য এটি কখনই ভালো একটি উপমা নয়।
আমরা সাধরণ মানুষরা আমাদের বাসা বাড়িতে কখনো ঘরের জানালা বন্দ রাখি, কখনো খোলা রাখি আবার আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ তাদের বাসা বাড়িতে কখনই ঘরের জানালা খোলা রাখেন না, তাদের কাছে বাইরের যে আবহাওয়া তা তাদের ঘরে কখনই সুখকর করে না বা বাইরের অথবা প্রকৃতির আবহাওয়া তাদের কাছে বড় বৈরী মনে হয় আর তাদের সুখকর আবহাওয়াটি ঘরে নিয়ন্ত্রন করে দেয় শীততাপ নিয়ন্ত্রনকারী নামে একটি যন্ত্র।
বাইরের আবহাওয়াকে না জেনে, দেশের মানুষকে কতখানি জানা যায়!! আমার মনে হয় ভালো জানা যায় কেননা যারা দেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রন করেন তাদের ঘরের জানালা চির স্থায়ীভাবে বন্দ থাকে।
যারা বড় অর্থের অংক দিয়ে এতিমদের খাবারের ব্যবস্থা করেন, জাকাতের বস্ত্র বিতরণ করেন, বড় বড় গরু কিনে গরীবদের জন্য কুরবানীর গোস্ত বিতরণ করেন এসব বাবদ অর্থের যোগান আসে চির স্থায়ীভাবে বন্দ থাকা জানালা বন্দের ঘরগুলি থেকে।
আমাদের ঘরের জানালাগুলি খোলা বন্দের মধ্যে থাকে বলে বাইরের আওয়াজ, শব্দ, কান্না, হাসি, দুঃখ, সুখ তাপ দাহ, শীতের তীব্রতা সবই আমাদের কাছে আপন হয়ে থাকে।
প্রথম আলো ব্লগের একটি বিষয় হলো রুশান। অনেকেই রুশানকে চিনেন, জানেন রুশানের বিষয়টিতে যে বড় অভিজ্ঞতা অর্জন হল খুব সংক্ষেপে – বিনা স্বার্থে অন্যের পকেট থেকে টাকা অন্য আর একজনের পকেটে আনা সবচেয়ে বড় কষ্টের বিষয় আবার মানবতার প্রশ্নে অনেকেই টাকাকে তুচ্ছ মনে করে এগিয়ে এসেছেন নিজের সমস্যা মনে করে।
কখনও কখনও আমাদের নিজেদের নিয়ে বেশ গর্বিত মনে হয় – কিছুটা হলেও আমরা একজন অসুস্থ শিশুর জন্য মানবতার ডাকে দৃশ্যমান কিছু করতে পেরেছি, আমাদের ঘরের জানালাগুলি খোলা রেখেছি আবার প্রয়োজনে বন্দ রেখেছি।
তারিখ: মে ০২, ২০১৩
রেটিং করুনঃ ,