02/08/2013
লেখা খুঁজতে এক পথিক হয়ে !!
গজনীর সুলতান মাহমুদ থেকে শুরু করে ঘোরী বংশ, কুতুব উদ্দিন আইবেক, ইলতুতমিশ এবং তার কন্যা সুলতানা রাজিয়া এর পর গিয়াস উদ্দিন বলবন ও খিলজি পরিবার – জালাল উদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি এর পর তুঘলোক বংশ এ সবই অনেক বড় লম্বা মাপের ইতিহাস। আমাদের জীবন ছোট্ট আর আমাদের অনেকেরই লেখার জীবন অনেক ছোট্ট তাই জুনের ১২, ২০১২ থেকে অক্টোবর ১৮, ২০১২ পর্যন্ত এই চার মাস সময়টা অনেকের কাছে একটি বড় ইতিহাস বিশেষ করে যারা প্রথম আলো ব্লগে জুনের ১২, ২০১২ তারিখের আগে থেকে লিখতে শুরু করেছিলেন।
প্রায় ঐ চার মাসে বা প্রায় ১২৮ দিনে নিজের প্রায় হারিয়েছি এক শত পোষ্ট।
অনেক কিছু আমাদের জীবন থেকে হারায় বা আরও হারাবে বলে রবি ঠাকুর লিখেছেন —
” যা হারিয়ে যায় তা আগলে বসে
রইব কত আর।
আর পারি নে রাত জাগতে হে নাথ,
ভাবতে অনিবার।
আছি রাত্রিদিবস ধরে
দুয়ার আমার বন্ধ করে,
আসতে যে চায় সন্দেহে তায়
তাড়াই বারে বারে।
তাই তো কারো হয় না আসা
আমার একা ঘরে।
আনন্দময় ভুবন তোমার
বাইরে খেলা করে।
তুমিও বুঝি পথ নাহি পাও,
এসে এসে ফিরিয়া যাও,
রাখতে যা চাই রয় না তাও
ধুলায় একাকার। ”
হারানো পোষ্ট নিয়ে তাই আর ভাবেতে চাই নি, কিন্তু আবার ভেবেছি হারিয়ে যাওয়া বা চলে যাওয়া আমাদের প্রিয় কিছুকে যদি একে বারে ভুলে যাই, হারিয়ে যাওয়ার দুঃখে, কষ্টে নিজের হৃদয়কে যদি ক্ষত – বিক্ষত না করি তবে হারিয়ে যাওয়া সে ধন-দৌলত যে একেবারে মূল্যহীন হয়ে যায়। অবহেলায় পড়ে যায়।
থাক, সে সব দুঃখের কথা, কষ্টের কথা, ভুলে যাওয়া কথা। এক কবি একবার বিজ্ঞানী আইনস্টাইনকে প্রশ্ন করেছিলেন ” আচ্ছা আপনি কি বলতে পারেন একবার আপনার মাথায় কোন তত্ব আসলে তখনই কি তত্বগুলি কাগজে লিখে ফেলেন !!! ” জগৎ বিজ্ঞানী উত্তর দিয়েছিলেন ” আমাদের মাথায় কোন তত্বের উদয় হলে আমরা অনন্ত তিন-চার বছর তো ভুলি-ই না ”
হাতে যখন সময় পাওয়া গেল তখন একটি হিসাব করা যাক, কী সাংঘাতিক কথা – ” কোন তত্বের উদয় হলে আমরা অনন্ত তিন-চার বছর তো ভুলিই না” আইনস্টাইন সাহেবের এই কথাটির সাথে Versus শব্দটি যুক্ত করে যদি আমার মাথায় অবস্থা বিচার করি তবে খুব সহজে একটা ফলাফল পাওয়া যায় – মাথা একে বারে ফাঁকা অর্থাৎ এ এক অচল মাথা।
ছোট্ট কোম্পানীটিতে এতদিন পিটি ক্যাশিয়ার সাহেব কোম্পানীটি সকল হিসাব কিতাব রেখেছিলেন, কোম্পানীটি বড় হয়ে যাওয়ায় কর্তা একজন ঝানু হিসাব রক্ষক নিয়োগ দিলেন। নিয়োগ পেয়েই হিসাব রক্ষক সাহেব পিটি ক্যাশিয়ার সাহেবের কাছ থেকে নানা হিসাব আর কাগজ পত্র, ভাউচার চাইলেন আর জানতে চাইলেন সঠিক হিসাব পত্র কি ভাবে কোথায় রেখেছেন !! পিটি ক্যাশিয়ার সাহেব উত্তর দিলেন ” কিছু রেখেছি খাতায় আর কিছু রেখেছি মাথায়। ” হিসাব রক্ষক অবাক হয়ে জানতে চাইলেন মাথায় আবার কি ভাবে হিসাব রেখেছেন !!
পিটি ক্যাশিয়ার সাহেব বেশ দক্ষতায় উত্তর দিলেন ” কত কর্তাকে কত উৎকোচ দিয়েছি, কত কর্তার নামে নিয়েছি, কত নজরানা আদান প্রদান করেছি সব কর্তার নাম তো মাথায় রেখে দিয়েছি !!! ”
আমার যে প্রায় শতেক পোষ্ট হারিয়ে গেল তার কিছুই কি নেই মাথায় !! কিছুই কি নেই খসড়া খাতায় !!
তাই হারানো লেখা খুঁজতে বের হয়েছি অজানা পথের পথিক হয়ে এবার !! যদি খুঁজে পাই আবার তবে লিখে যাব প্রথম আলো ব্লগে নানান কথায় – যদি কিছু থাকে খসড়া খাতায়, আর কিছু যদি থাকে মনের পাতায় অথবা সবুজ মাথায় !!
রেটিং করুনঃ ,