চলার পথে নানান কথা…………..পর্ব – ৯
চলার পথের একজন লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি ” হঠাৎ করে কেউ নিচে পড়ে যায় না” তখন উদ্ধৃত বাক্যটি হয় একটি অর্থহীন বাক্য।
অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে ” হঠাৎ করে কেউ নিচে পড়ে যায় না” তখন এ কথাটি একটি বিখ্যাত লেখা বা বাণী হয়ে যায়, সাহিত্যে স্থান পায়।
প্রায় প্রতি দিনই আমরা নিচে পড়ে যাওয়ার নানান খবর পেয়ে থাকি, কিন্তু হঠাৎ করে কেউ নিচে পড়ে যায় না, যারা নিচে পড়ে যায় তারা সমতল ভূমিতে পড়ে যায় না, তাকে ধীরে ধীরে উপরে উঠতে হয়। কোন উঁচু ভূমিতে, পাহাড়ে বা কোন উচ্চ ভবনে উপরে উঠার প্রক্রিয়া যদি সঠিক ভাবে জানা না থাকে, জানার মধ্যে যদি কোন মিথ্যা তত্ব বা ভঙ্গুর ধারণা থাকে তবেই সে নিচে পড়ে যাবে।
ভুল ধারনা বা অনিভিজ্ঞ চালকের হাত ধরে কেউ যদি কোন সেতুতে উঠে সেও পানিতে পড়ে যেতে পারে তবে এই পড়ে যাওয়ার প্রক্রিয়া হঠাৎ করে হলেও এর পিছনে বহু দিনের কাহিনী জড়িত। কারিগরী ক্রুটির বা দীর্ঘ দিনের সেতুটি এতদিনে গড়ে উঠে নি বা যিনি পথিক বা কোন যন্ত্রযানের চালক তিনিও হঠাৎ করে কোন কিছু না জেনে সেতু পারাপারের পর্ব শুরু করেন নি।
ক্ষমতার, জ্ঞানের, শক্তির, অর্থ বিত্তের শীর্ষে একদিনে উঠা সম্ভব নয়, এটি দীর্ঘ দিনের যাত্রার পথ। যদি কেউ কোন নকল, মিথ্যা, অন্যকে প্রতারণা, দূর্নীতি করে ক্ষমতার, জ্ঞানের, শক্তির, অর্থ বিত্তের শীর্ষে ধীরে ধীরে বা দ্রুত উপরে উঠার পরে তার ভিত্তি খাঁটি এবং মজবুত না হওয়ার কারণে সে এক দিন নিচে পড়ে যাবে তবে তার নিচে পড়ে যা্ওয়ার প্রক্রিয়াটি হঠাৎ করে নয়- অনেক জ্ঞানীজন ও অভিজ্ঞ জন জানেন যে যিনি দূর্নীতি করে কিম্বা নড়বরে ভিত্তির উপর ভর করে উপরে উঠেছেন তিনি একদিন উঁচু থেকে নিচুতে পড়ে যাবেনই।
প্রকৃত ও সত্য পথ ধরে যিনি ক্ষমতার, জ্ঞানের, শক্তির, অর্থ বিত্তের শীর্ষে উঠেন তিনি কখনই নিচে পড়ে যান না, আর যিনি উপরে উঠার পরে নিচে পড়ে যান তিনি নড়বরে, ভুল পথ ধরে উপরে উঠেছিলেন দীর্ঘ দিন ধরে তার নিচে পড়ে যাওয়াটা আগেই নিশ্চিত ছিল, নিচে পড়ে যাওয়ার প্রক্রিয়া শুরুও হয়েছিল বহু আগেই শুধু তিনি তা বুঝতে পারেন নি।
তারিখ: জুলাই ১২, ২০১৩
রেটিং করুনঃ ,