বিচিত্র এ পৃথিবীর বড় জোড় একজন সন্মানিত বা নগন্য অতিথি
কিম্বা পথিক, পৃথিবীর ‘পরে চলি এটাই তো সৌভাগ্য আমার !
কিছু ভাবনা, কিছু অনুভূতি লুকানো আছে মনের অনেক গভীরে
বাহির হয়ে আসে নি কখনও !
যেমন ভূ-তলে থাকে অনেক খনিজ দ্রব্য, এমন কি হিরকের মজুত।
আমার ভূবনের এ পাড়ে থেকে, তুমি যদি তোমার ভুবনের ওপারে –
মধ্যে যোজন যোজন দূর তবুও কিছু ভাবনা তোমার তরে
জমে জমে সঞ্চিত হয়ে আছে হিরকের মজুতে।
কী করে পৌঁছাই বল ! আমার সে সব কথা, আকুলতা, তোমার ভুবনে
তোমার দুয়ারে, তোমার অন্তর মনের গভীরে
পথে হেঁটে চলি এ পৃথিবীর ক্ষণিক অতিথি হয়ে
কি বা সাধ্য আমার সামান্য পথিকের
তোমার কাছে পৌঁছানো ! কিম্বা দুটি কথা বলার !
একদিন দেখা পেলাম রাতের আকাশের
সেখানে লক্ষ কোটি গ্রহ তারা নক্ষত্রের মাঝে তোমাকে !
এই আমার চেনাকে, এই আমার জানাকে সত্য করে রেখ
যতই ক্ষুদ্র অতিথি কিম্বা পথিক হই এই পৃথিবীর ‘পরে !
হবে না দেখা হয় তো আর
রেটিং করুনঃ ,