বড় বড় লেখাগুলি, গভীর অর্থের লেখাগুলি বিশেষ করে নেট প্রযুক্তিতে তেমন গুরুত্ব পায় না। গুরুত্ব অবশ্য আছে বইয়ের পাতায় অথবা নেটের পতায় যা বই আকারে।
ব্যস্ততা বেড়ে যাচ্ছে দিনে দিনে – নিজেকে লিখতে হয়, পড়ার অপেক্ষায় থাকতে হয় প্রিয় লেখকদের লেখা, সময় কই ! সেখানে এক নজর চোখ না বুলিয়ে ইমো বা মন্তব্য না করলে নেটে নিজের নিজের লেখাটি যেন এতিম খানার বাসিন্দা। অথবা রাস্তার ধারে খালি থালা নিয়ে বসে থাকা।
নানান ব্যস্ততা র কারণে বড় আকারের লেখা লেখার তেমন সময় হয় না, লেখা তাই দীর্ঘও হয় না, আবার কপাল সুপ্রসন্ন যে পাঠকও বেশি লাইনের বা বড় কোন লেখা পড়তে আগ্রহ পান না, কারণ পাঠকই তো আবার বড় লেখক, নিজের লেখার কে গুরুত্ব কমাতে চায় !!
জীবনানন্দ লিখেই গেছেন কে পড়ল, কে পড়ছে, কে পড়বে এই সব হিসাব ছিল না তাঁর, কিন্তু আমাদের অনেকের আছে – এটি যুগের হিসাব বা চল।।
তারপরও এক দুই লাইন লিখে বিশাল অর্থ বোধক লেখার কোন ব্রান্ড আজ পর্যন্ত তৈরী করতে পারলাম না।
তারিখ: এপ্রিল ২৯, ২০১৯
রেটিং করুনঃ ,