সেই সেরা প্রশ্নটা…….. !!
হঠাৎ মনে হলো তার কথা
যুগের অধিক কাল তো হবেই,
সেদিনে বর্তমানকে কেন যেন হেলা-ফেলা করে !
অতীত হলো সব।
তবে সবই আজ শক্তিশালী অতীত।
তাই বার বার ফিরে যেতে চাই, সেই অতীতে তার ছোঁয়া পেতে –
লাভ বা ক্ষতির হিসাব এখনকার হাটে আর বসে না।
স্মৃতি আজ বড় একটি খাতা হয়ে আছে
বড় বড়, অনেক বড় বড় অক্ষরে নাম লেখা তার
খাতায় কি শুধু তার নাম দেখা যাবে !
শুধু কি তার নাম পড়া যাবে !
কখনও কি তাকে চোখে দেখা যাবে না আর !
এ প্রশ্নটা যদি চীনের প্রচীর, তাজমহল, এভারেষ্টের মত সেরা হত !
কিম্বা নীল নদ বা আমাজান অথবা নায়াগ্রা জল-প্রপাত !
হয় তো হবে না তা, কয়েক হাজার কোটি মানুষের কাছে !
তবে প্রশ্নটা আমার কাছে সবচেয়ে সেরা, সব চেয়ে বিশ্ময় !
দুনিয়া জোড়া বিশ্ময় !
রেটিং করুনঃ ,