কি বিচিত্র !!
সব কথা বলা এক সময় শেষ হলে,
প্রেম হয়ে যা এসেছিল
দিনের আলোতে
আকাশের তারকা মন্ডলীর মত
লুকিয়ে যায়।
কখনো কি কথা না বলে !!
প্রেম কি আসে আকাশের রাতের তারকা মন্ডলীর মত !!
না, তা আসে না।
কোন কোন কৌশলে আসে, কখনো কখনো।
আবার কৌশলে চলে যায় হয়তো।
যাতনা, দাহ, কষ্ট এমন নানান উপমায়
প্রেমের ঘর বৃথা সাজানো।
প্রেম আসে কৌশলে, নানান কৌশলে।
যাওয়াটাও কৌশলে।
কত জনকে স্বাক্ষী রাখে
আকাশকে, গাছকে, কথাকে।
প্রেম ঘর বাঁধে অন্তরে।
বলুন তো সত্য করে কত কালের তরে
প্রেম এসেছিল ঘরে !!
এসেছিল কি শান্তির শিশিরে !!
নাকি কষ্টের পাথরে !!
তবে কথা তুমি, ফুরিয়ে যেও না
থেকো মনে যতনে।
প্রেম যে ফুরায়ে যায়!
আকাশের তারা হয়ে থেকো তুমি,
যেন মেঘ ছাড়া রাতের তারা।
তারায় তারায় যে কথা অনন্ত কালে,
কথা তুমি, থেকো প্রেমের আড়ালে।
তারিখ: সেপ্টম্বর ১০, ২০১৪
রেটিং করুনঃ ,