যে সমস্ত পুরুষের নারীর প্রতি আগ্রহ কম তারাই শান্তিময় পুরুষ এই প্রথিবীতে, নিশ্চিতে ঘুমাতে পারেন তারা। নারীর প্রতি পুরুষের অতি আগ্রহ সংসারে সমাজে অনেক ক্ষেত্রে বড় বিশৃঙ্খলা সৃষ্টি করে, অনেক সময় সমাজ বিশৃঙ্খল হয়ে উঠে নারীকে কেন্দ্র করে, যদিও এই বিশৃঙ্খলা কারণ একক ভাবে নারী নয়। নারীর প্রতি আগ্রহ কম এই শ্রেনী ভুক্ত পুরুষরা নারীদের পছন্দের তালিকায় নাও থাকতে পারে কিন্তু তাতে কি ! জগৎ তো শান্তি প্রয় হবে।
সব চেয়ে সুন্দরী বা সুন্দরীদের যারা প্রিয় সঙ্গি তারা অন্তত খুব কাছে থেকে বুঝেছেন সুন্দরীর মর্ম ! বহু দূর থেকে বা হাতের নাগালের বাইরে যে সুন্দরী থাকেন তিনিই সব চেয়ে সুন্দরী, মহা-মূল্যবান, কাছে এলে তার ছন্দ পতনও ঘটে তবে ব্যতিক্রমও আছে, ব্যতিক্রম আছে বলে তাজ-মহল গড়ে উঠেছে আবার মমতাজ মহল শাহা-জাহানকে কঠিন বেদানায় না কাঁদালে হয় তো তাজ-মহলও গড়ে উঠত না।
প্রকৃত সুন্দরীর সাথে একটি কঠিন বেদনা জরিত, কঠিন দুখ বোধ ও বেদনা থেকে একজন নারী সুন্দরী হয়ে উঠেন বিশেষ করে পুরুষের চোখে। সুখময় নারীর সৌন্দর্য ক্ষণিকের, নারীর সৌন্দর্য দীর্ঘ হতে হলে হলে তার ভিত্তি হয় কঠিন বেদনাকে কেন্দ্র করে। কঠিন যন্ত্রনা বোধ ও বেদনার বিপরীতে থাকে নারীর সৌন্দর্য।
নারীর সৌন্দর্য খুব সহজে আশা করা গেলেও তার দেখা পাওয়া অনেক কষ্টের ও দীর্ঘ পথ ধরে চলার পরে দেখা মেলে, হঠাত করে নারী সৌন্দর্যের দেখা মিললেও তা মরিচিকা বেশে দেখা দেয়। প্রকৃত নারী সৌন্দর্য দীর্ঘ পথ পরিক্রমার পরে, হঠাত করে নারীর সৌন্দর্যের সাক্ষাত পাওয়াটা একটি স্বপ্ন যা বস্তবে নয়।
রেটিং করুনঃ ,