সুখে কাটে দিন বড় শোভা ঘরে,
ঘর আলো করা বউ।
জ্যোৎস্নার নরম আলো আদরে।
সময় ধরে না ঘড়িতে
কখন বিকাল দুপুর।
নিবিড় ঘন রাত ফুরিয়ে যায় নিমিষে,
সকলের রোদ খেলে নরম গালে.
রাতের তারায় নাচে সুখের নূপুর।
মোম মোম শরীরে, নিজে কাঁদা মাটি,
ইচ্ছা ঘোড়ায় মনের বাগান বাড়িতে হাঁটাহাঁটি।
ঘড়িটা একদিন বন্দ রেখে
জালানায় দাড়িয়ে এক রাতে দুরের আকাশে তারা দেখি
আকাশের সব তারা দুঃখের পোশাকে আমাকে ডাকে আর বলে
সব ফেলে তোকে একদিন আসতে হবে এই তারার দেশে।
ভাবি বসে–
তবে কেন সুখে কাটে আমার দিন !!
মোম শরীর, সুখের নাচন, ঘড়িতে না ধরা দিন,
ঘর আলো করা পরী বউ।
সবই কি মিলিয়ে যাবে ঐ বেদনার আকাশে !!
রেটিং করুনঃ ,