আজ প্রাতে ঝর ঝর বৃষ্টিতে
শ্রাবণের ধারায়-
জমাট মাখা আকাশের মেঘ
বলে গেল- শ্রদ্ধা জানিয়ে যাও
কবি গুরুকে।
তোমার বাংলায় কবিতা লেখা
তোমাকে উপরে তোলা,
অনেক খানি কি কবি গুরুর জন্য নয় !
জীবনের বহু অনুভুতি কি
মিশে যায় নি রবি ঠাকুরে গানে !
আজও কি প্রাণের গভীর থেকে
পড় না কবিতা, গল্প, উপন্যাস !
রবি, সে তো আকাশের রবি মত-
আমাদের রবি, বাংলার রবি
আমাদের প্রতি সময় ভাগের রবি ঠাকুর।
আজও যে শুদ্ধ মন, মননে
কল্পনায়, স্বপ্নে, বাস্তবে যে আমাদের চলাচল-
কোথায় কবি গুরু অবদান রাখেন নি !
আর কোথায় নেই আমদের বিশ্ব কবি !!
রেটিং করুনঃ ,