দালানের শহরে এক দালানের নিচে বসে দেখি
দালান যেন ছুঁয়েছে আকাশের মেঘ।
তাই এক সু-উচ্চ এক দালান হতে চেয়েছি
আকাশে মেঘ ছোঁয়া দালান।
যাকে আজ ছুঁয়ে ষ্পর্শ করতে পারি না
মিনতি করেছি তাকে মেঘ হতে –
সমাজ-সংসার আড়াল করে সে মেঘ হবে জানি
মাঝে মাঝে জগৎ যখন নরক রূপে কিবা তখন উপায় !
তুমি, মেঘ হও প্রিয়-
তোমাকে একবার যেন ছুঁয়ে ষ্পর্শ করতে পারি।।
তারিখ: অক্টোবর ২০, ২০১৮
রেটিং করুনঃ ,